Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুজনকে অভিনন্দন রেজাউলের, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস


৪ আগস্ট ২০২০ ২০:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানিয়েছেন চসিকের স্থগিত নির্বাচনে দলটির মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি খোরশেদ আলম সুজনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- ৫০ বছরের রাজনৈতিক জীবনে ‘প্রথম স্বীকৃতি’ সুজনের

বিবৃতিতে সুজনকে দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘আমার দীর্ঘদিনের সহযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক পদে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি। অভিজ্ঞতা, দেশপ্রেম আর সততায় আপনি এগিয়ে চলুন। আপনার যাত্রাপথে সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। গত ২৯ মার্চ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলটির নগর কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

খোরশেদ আলম সুজন চসিক চসিক নির্বাচন চসিক প্রশাসক চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম স্থগিত নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর