Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটক তারকা অপু ও সহযোগী নাজমুল কারাগারে


৪ আগস্ট ২০২০ ১৮:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ২১:৪৪

ঢাকা: সাধারণ মানুষকে হেনস্তা ও মারধরের অভিযোগের মামলায় টিকটক তারকা অপু ও তার সহযোগী নাজমুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আদালতে দুই আসামিকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড প্রার্থনা করেন। অন্যদিকে অপু ও নাজমুলের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি নিয়ে বিচারক মাহমুদা আক্তার দুই পক্ষের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, অপুর বিরুদ্ধে গত রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ছয় নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পরে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধনীর উত্তরা এলাকা থেকে তাকে ও নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।

কারাগারে গ্রেফতার জামিন আবেদন নামঞ্জুর টিকটক টিকটক অপু রিমান্ড আবেদন নামঞ্জুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর