Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে জঙ্গী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার


৪ আগস্ট ২০২০ ১৭:১৯

ঠাকুরগাঁও: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি সংগঠন ‘আমি মুসলিম’ দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পুলিশ। মঙ্গলবার (৪ আগষ্ট) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত জঙ্গী সদস্যরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামের সাবেক ইউপি সদস্য রওশন আলীর ছেলে নাজমুল হোসেন (২৯), একই গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে রুবেল রানা বাবু (২৫), হানিছ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫)।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: মোসফেকুর রহমান, সদর থানার ওসি তানভিরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে ৩ আগষ্ট রাত ১ টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সদস্যরা ‘আমি মুসলিম’ নামে ফেসবুকে একটি অ্যাপস খুলে মাননীয় প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যঙ্গ করে ছবি আপলোড, জঙ্গীবাদ সমর্থনে পোষ্ট, সাম্প্রদায়িকতা, মিথ্যা ভয়ভীতি, জাতীয় সংগীত অবমাননা, মানহানিকর তথ্য প্রচার করেছে।

জঙ্গী সংগঠন ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর