Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ঝড়ে নৌকাডুবি: ৩ ভাইবোনের মৃত্যু, নিখোঁজ ২


৪ আগস্ট ২০২০ ১৭:০৩ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৮:৪০

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নৌকাডুবিতে নিহতরা হলেন- হনুফা বেগম (৩৭), রোকসানা (৩০) ও রিয়াজুল (২৫)। সম্পর্কে এরা তিনজন ভাইবোন। তাদের বাড়ি উপজেলার জিয়ানপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে।

স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, তারা নৌকায় করে আরেক বোনের বাড়ি চরপাড়ায় বেড়াতে যাচ্ছিল। নদীপথে হঠাৎ ঝড়ে চরমাস্তল চরপাড়া বিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি মনির ও নিহত হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়। এছাড়া তিন ভাইবোনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে নিহত হনুফার মেয়ে মিথিলা (১২) ও নিহত রোকসানার ছেলে শান্ত (১১)।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।

৩ ভাইবোনের মৃত্যু ঝড়ে নৌকাডুবি মানিকগঞ্জ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর