Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার উথলীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু


৪ আগস্ট ২০২০ ১৬:২৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে একজন বয়স্ক নারী মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সফুরা খাতুন (৫১) জীবননগর উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সফুরা খাতুন বাড়ি থেকে বের হয়ে উথলী রেললাইনের ধারে ভেড়া চড়াতে যান। এ সময় কয়েকটি ভেড়া লাইনের ওপর ওঠে। এসময় খুলনা থেকে চুয়াডাঙ্গাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। ট্রেন দেখে ওই তিনি লাইন থেকে ভেড়াগুলো নামাতে গেলে নিজেই ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর