Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত


৪ আগস্ট ২০২০ ১২:২৩ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৫:০০

পূর্ব ইউরোপের দেশ কসোভোর প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোটি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর রয়টার্স।

রোববার (২ আগস্ট) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে আব্দুল্লাহ হোটি বলেছেন, হালকা কাশি ছাড়া তার আর কোনো উপসর্গ নেই। এছাড়াও, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগামী দুই সপ্তাহ নিজের বাসভবনে আইসোলেশনে থাকবেন বলে হোটি জানিয়েছেন।

এদিকে, কসোভোয় সম্প্রতি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। রোববার (২ আগস্ট) একদিনেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে রয়টার্স জানিয়েছে ।

পাশাপাশি, করোনা সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় দেশজুড়ে হোটি সরকারের কঠোর সমালোচনা চলছে।

প্রসঙ্গত, সোমবার (৩ আগস্ট) পর্যন্ত কসোভোয় মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ এ। মৃত্যু হয়েছে ২৫৬ জনের।

আব্দুল্লাহ হোটী কসোভো কোভিড-১৯ নভেল করোনাভাইরাস প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর