Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে কাঁঠালগাছ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


৪ আগস্ট ২০২০ ১৩:১৬

ঢাকা: রাজধানীর হাতিরঝিল লেকের পাশে কাঁঠালগাছ থেকে অজ্ঞাত (৪৫) বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ পরিদশর্ক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সকালে হাতিরঝিল লেকের পাশে আকিজ গলিতে একটি কাঁঠালগাছ থেকে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।

কাঁঠালগাছ পুলিশ মৃতদেহ উদ্ধার হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর