পাঁচ কৃতি নারীকে সংবর্ধনা দিলো বৈশাখী টেলিভিশন
৮ মার্চ ২০১৮ ১৭:১৯ | আপডেট: ৮ মার্চ ২০১৮ ১৯:০৫
সারাবাংলা ডেস্ক
ঢাকা: নারীর সম অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো বৈশাখী টেলিভিশন। এ সময় বৈশাখী পরিবারের পক্ষ থেকে পাঁচ কৃতি নারীকে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে টেলিভিশনের কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন, বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম এবং বিভাগীয় প্রধানরা।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘অনেক বাধা অতিক্রম করে নারীরা আজ এগিয়ে চলেছে। সামনে আরও দীর্ঘ পথ পারি দিতে হবে।’
টিপু আলম বলেন, ‘নারীর অগ্রযাত্রায় দৃঢ় প্রতিজ্ঞ বৈশাখী টেলিভিশন।’
মানবাধিকার রক্ষায় অনন্য অবদান রাখায় অ্যাডভোকেট সুলতানা কামাল, রাজনীতিতে ডাক্তার দীপুমনি, সংস্কৃতিতে তারানা হালিম, কথা-সাহিত্যে সেলিনা হোসেন এবং সঙ্গীতে মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক শাহীন সামাদকে সম্মাননা জানানো হয়।
নারী দিবস উপলক্ষে বৈশাখী টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সারাবাংলা/এটি