৩৯ হাজার মোবাইল মেসেজে ওবায়দুল কাদেরের ঈদ শুভেচ্ছা
৩ আগস্ট ২০২০ ২২:২৪ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ০০:৫১
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার ভার্চুয়াল মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের মোবাইল ফোন থেকে ৩৯ হাজার মেসেজ পাঠিয়ে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক, সাবেক সেনা কর্মকর্তা, বর্তমান সেনা কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চাকরিজীবী, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং নিজ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদের জানান, করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে ঘরে বসে ঈদ পালনের অংশ হিসেবে মোবাইল ফোনে এসএমএসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন পাঠানো এসএমএসে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতেও বলেন তিনি।