আগর পাচারকালে কমলগঞ্জে আটক ২
৩ আগস্ট ২০২০ ২৩:৫৭ | আপডেট: ৪ আগস্ট ২০২০ ০৩:১২
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালাছড়া বন থেকে মূল্যবান আগর পাচারকালে দুজনকে আটক করেছে বন বিভাগ। সোমবার (৩ আগস্ট) বিকেলে কালাছড়া বন বিট এলাকায় অভিযান চালিয়ে আগরের ৬৭টি টুকরোসহ করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার বড়তল এলাকার মৃত আফতাব আলীর ছেলে আব্দুর রহিম (৩২) এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে জাবেদ আহমেদ (২৫) ।
বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা রেঞ্জ অফিসার মোনায়েম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগর অত্যন্ত মূল্যবান সম্পদ হওয়ায় একটি বড় চক্র এগুলো পাচার করে থাকে। তবে আমরাও মাঝেমধ্যে অভিযান চালিয়ে ওই চক্রের অনেককে ধরে ফেলি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে স্কুল ব্যাগে ভর্তি আগরের ৬৭টি টুকরো উদ্ধার করা হয়। আর পাচার কাজে ব্যবহার করা নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।