Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জের ভাঙ্গন এলাকা পরিদর্শনে সচিব তোফাজ্জল হোসেন


৩ আগস্ট ২০২০ ২০:১৩ | আপডেট: ৩ আগস্ট ২০২০ ২০:১৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সোমবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের নদী ভাঙ্গন এলাকার ভুক্তভোগী পরিবার ও ভাঙ্গনস্থল পরিদর্শন করেন সচিব।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ, মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী টি এম রাশেদুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী শেখ সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও ভাঙ্গন কবলিত এলকার মানুষ।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে বিলীন হচ্ছে ঘর-বাড়ি। দিশেহারা হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। গত দুই দিনে নদী গর্ভে বিলীন হয়েছে ইসলামপুর গ্রামের প্রায় ২০টি পরিবার। হুমকির মুখে পড়েছে আরও শতাধিক বাড়ি ও ইসলামপুর কামিল মাদ্রাসা।

মুন্সীগঞ্জ মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর