Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি সাংবাদিক সমিতির নেতার ওপর হামলা: এখনও গ্রেফতার হয়নি কেউ


৩ আগস্ট ২০২০ ১৭:৫৩

ঢাবি: ঈদুল আজহার দিন নিজ এলাকা ঝিনাইদহের মহেশপুরে মাংস বণ্টনে অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের হাতে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসেন। এই ঘটনায় গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক ইমরান হোসেন। তবে মামলা দায়ের করার পর একদিন পেরিয়ে গেলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নিজ এলাকা ঝিনাইদহের মহেশপুর থানাধীন ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুর রহমান ও তার অনুসারীদের হাতে হামলার শিকার হন ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ইউএনবির ঢাবি প্রতিনিধি ইমরান হোসাইন। দুঃস্থদের মধ্যে কোরবানির মাংসের অংশ বিতরণে অনিয়ম করায় প্রতিবাদ জানালে আজিজুর রহমান ও তার অনুসারীরা ইমরানের উপর হামলা চালায়। হামলায় ইমরানের বাবা ও ছোটভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনও আহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনায় ইউপি সদস্য মো. আব্দুল আজিজ (৫৭), তার ছেলে সাগর হোসেন (২২) ও ওই ইউনিয়নের গাড়াপোতা গ্রামের মো ইসমাইল হোসেনকে (৩৫) প্রধান আসামি করে অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে রোববার দুপুরে মহেশপুর থানায় মামলা দায়ের করেন ইমরান হোসেন।

ঢাবি সাংবাদিক সমিতির সম্পাদকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরবা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খান শরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা গতকাল আসামিদের খুঁজতে এলাকায় গিয়েছিলাম। পালিয়ে গেছে বলে গ্রেফতার করতে পারিনি। আজ ওসি সাহেবসহ (মহেশপুর থানা) আবার যাব। আশা করি, দ্রুত গ্রেফতার করা যাবে তাদের।’

তবে ভুক্তভোগী ইমরান হোসাইন সারাবাংলাকে জানান, হামলাকারীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজার) সাধারণ সম্পাদক এইচএম ইমরান হোসেন ও তার পরিবারের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা।

মহেশপুর থানা সাংবাদিক ইমরান হোসেন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর