Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি


৩ আগস্ট ২০২০ ১৩:৫৪

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় আকস্মিক টর্নেডোতে ৫টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছ। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদরাসাসহ ১৩টি বসতঘর। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২ আগস্ট) শেষ বিকালে বালিয়াতলি ইউপির বৌদ্ধপাড়া গ্রামে আকস্মিক এ টর্নেডো আঘাত করে।

বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, শেষ বিকালে হঠাৎ দমকা হওয়ায় এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং গাছপালা ভেঙে সড়কে পড়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে এসব গাছপালা অপসারণ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, টর্নেডোর খবর শুনে ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আংশিক ক্ষতিগ্রস্ত কলাপাড়া টর্নেডো বসতঘর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর