Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাইয়ের বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩


৩ আগস্ট ২০২০ ১৩:২৯ | আপডেট: ৩ আগস্ট ২০২০ ১৬:৪২

ঢাকা: ঢাকার ধামরাইয়ে বাথুলি বাস্টস্ট্যান্ডে বাস ও পিকআপ ভ্যানের সঙ্গে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৩ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি বাথুলি থেকে ঢাকার দিকে আসছিল। আর ফাল্গুনি পরিবহনের বাসটি ঢাকা ছেড়ে গন্তব্যে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি ঢাকা যাওয়ার পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক ও দুইযাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আর বাসের পাঁচযাত্রী গুরুতর আহত হন।

পুলিশ বাসটি জব্দ করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতরা সবাই পুরুষ। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে এলাকাবাসী জানায়। তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি। গাড়ি দুটিকে আটক করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ স্থানে মহাসড়কের দুই পাশে রোড ডিভাইডার নির্মাণ করায় মাঝের লেনটি চেপে গেছে এবং এই একই লেনে উভয়মুখি গাড়ি চলাচল করে থাকে। লেনের ভেতরে গাড়ি ঢুকে পড়লে একটু ডান-বাম করার সুযোগ থাকে না। ফলে দুর্ঘটনা ঘটে।

টপ নিউজ ধামরাই সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর