Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউফলে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নিহত ২


৩ আগস্ট ২০২০ ১২:৪৭

কুয়াকাটা: পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাবলু এই দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমন তালুকদার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াদ হোসেন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বাউফলের কেশবপুর বাজারে রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর অবস্থায় রুমন তালুকদার ও রিয়াদ হোসেনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে জড়িতরা পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ মোল্লা সমর্থিত।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

আওয়ামী লীগ টপ নিউজ পটুয়াখালী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর