Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগের মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি


৩ আগস্ট ২০২০ ০৮:২০

ঢাকা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পথ শিশু ও ছিন্নমূল মানু‌ষের মধ্যে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এবং কারওয়ান বাজার পার্কের মাঠে রোববার (২ আগস্ট) থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।

এর আগে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে যুবলীগের প্রতিটি ইউনিট এ কর্মসূচি পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, রোববার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার ও কারওয়ান বাজার পার্ক মা‌ঠে পথশিশু ও ছিন্নমূল মানু‌ষের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আওয়ামী যুবলীগের সা‌বেক তথ্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি বিষয়ক উপ-সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, যুবলী‌গ নেতা ইন্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এস এম জা‌বেদ হোসেন লাভলু, সফিউল আলম প্রধান কমল, শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, মোঃ হুমায়ন ক‌বির, বাহার চৌধুরীসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খাদ্য বিতরণ কর্মসূচি ছিন্নমূল জাতীয় শোক দিবস পথশিশু বাংলাদেশ আওয়ামী যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর