Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


২ আগস্ট ২০২০ ১৮:২২

কুড়িগ্রাম: জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আক্কাস হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবক কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মোজাহিদ পাড়া গ্রামের ঝানু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, নিহত আক্কাস ও তার এক ভাই ১ জুলাই রাতে বাজার থেকে বাড়িতে আসার পথে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আক্কাসকে এলোপাতাড়ি কোপায়। এতে আক্কাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুড়িগ্রাম জেনারেল সদর হাসপাতালে ভর্তি করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার জানান, রাতেই থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

জমিজমা পূর্ব শত্রুতা যুবকের মৃত্যু রাজারহাট