Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনাকে রেখেই চলতে হবে, হাত গুটিয়ে বসে থাকা যাবে না’


২ আগস্ট ২০২০ ১৮:০২

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘করোনাকে রেখেই আমাদের চলতে হবে। অন্যান্য মহামারির সাথে যেমন যুদ্ধ করেছি তেমনভাবেই যুদ্ধ করতে হবে। হাত গুটিয়ে বসে থাকা যাবে না।’

রোববার (২ আগস্ট) দুপুরে নরসিংদী মনোহরদীতে নিজর বাগানবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের সাহস যোগাতে হবে, শক্তি যোগাতে হবে মানুষ যেন হতাশ না হয়। আমাদের বিপক্ষ শক্তি বুলিতে আছে, তারা মাঠে নাই। তারা মানুষের পাশে নাই, তারা সুবিধাবাদী শ্রেণি, তারা মানুষের পাশে আসে নাই।’

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ও মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজনসহ অন্যরা।

মহামারি যুদ্ধ শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর