কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে ১ মাসে ২৫ হাজার মৃত্যু
১ আগস্ট ২০২০ ১০:২৫ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১৪:২৭
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে কেবল জুলাই মাসেই ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।
এদিকে, জুলাই মাসেই ১৮ অঙ্গরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।
শনিবার (১ আগস্ট) পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ পাঁচ হাজার ৮৮৯ জনে। এর মধ্যে, শুধুমাত্র জুলাইয়ে ১৮ লাখ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। যা আগের মাসের তুলনায় ৬৬ শতাংশ বেশি। তাছাড়া, জুলাই মাসে মৃতের সংখ্যাও কমপক্ষে ১৯ শতাংশ বেড়ে এক লাখ ৫২ হাজার ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, জুলাই মাসে ফ্লোরিডা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি তিন লক্ষাধিক নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরপর আছে যথাক্রমে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস। ওই দুই রাজ্যে প্রায় আড়াই লাখ করে মানুষ জুলাই মাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
পরিসংখ্যান বলছে, অ্যালাবামা, আলাস্কা, অ্যারিজোনা, জর্জিয়া, হাওয়াই, আইডাহো, মিসিসিপি, মিজৌরি, মন্টানা, নেভাডা, ওকলাহোমা, অরেগন, সাউথ ক্যারোলিনা, টেনসি এবং ওয়েস্ট ভার্জিনিয়াতেও ভাইরাস সংক্রমণ জুলাই মাসে দ্বিগুণের বেশি বেড়েছে। কেনটাকি, ম্যাসাচুসেটস, নিউজার্সি এবং নিউইয়র্কে আগের চেয়ে কম মানুষ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, জুলাইয়ের ১৬ তারিখ ২৪ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি মানুষের মধ্যে সংক্রমণ শনাক্ত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। এছাড়াও, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মধ্যে ৩৩ অঙ্গরাজ্যে দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে এবং ১৯ অঙ্গরাজ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে।