Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানীগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


১ আগস্ট ২০২০ ০৩:০৮

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। পরিবার বলছে, ঈদে নতুন পোশাক ও মেহেদি কিনে দেওয়ার আবদার ছিল সোনিয়া আক্তারের। সে আবদার পূরণ না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে সোনিয়া।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল হক পাড়ার নোয়ার নাতির বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সোনিয়া আক্তার একই ওয়ার্ডের আবুল খায়েরের মেয়ে। সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, সোনিয়া তার বড় ভাইয়ের কাছে ঈদের নতুন পোশাক ও মেহেদি কিনে দেওয়ার আবদার করে। কিন্তু সামর্থ্য না থাকায় বড় ভাই সে আবদার রাখতে পারেননি। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দেয় সোনিয়া। পরিবারের সদস্যরা টের পেলে তাকে মূমুর্ষূ অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

পরিদর্শক রবিউল হক আরও জানান, শনিবার সকালে সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

আত্মহত্যা পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর