Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নামাজ বঙ্গভবনে পড়বেন রাষ্ট্রপতি


৩১ জুলাই ২০২০ ২৩:১০

ঈদুল আজহার ঈদের নামাজ রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনের দরবার হলে আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরিবারের সদস্যসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

আগামীকাল শনিবার (১ আগস্ট) সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে এদিন ঈদগাহ ময়দানে ঈদের জামাত বাতিল করা হয়েছে। রাজধানীতে জাতীয় ঈদগাহেও কোনো জামাত হবে না। এর বদলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্য ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

প্রেস সচিব আরও বলেন, বঙ্গভবনে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির জামাতে ইমামতি করবেন। নামাজ শেষে বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

এছাড়া কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার শান্তি এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ঈদ নামাজের পর। বঙ্গভনের এই মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না। বাসস।

ঈদ জামাত ঈদের নামাজ বঙ্গভবন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর