করোনা সংক্রমণের ‘দোহাই’, হংকংয়ে নির্বাচন পেছাল এক বছর
৩১ জুলাই ২০২০ ২১:১৬
নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কথা বলে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে হংকংয়ের কর্তৃপক্ষ। খবর বিবিসি।
শুক্রবার (৩১ জুলাই) হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেছেন, জানুয়ারির পর থেকেই বৈশ্বিক মহামারির সবচেয়ে খারাপ সময় পার করছে হংকং। জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, হংকংয়ে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বেড়ে গেছে। শুক্রবার (৩১ জুলাই) দেশটিতে নতুন করে ১২১ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে।
তবে গণতন্ত্রপন্থিদের অভিযোগ, জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে মহামারিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছে হংকংয়ের বেইজিংপন্থি কর্তৃপক্ষ।
অন্যদিকে, সেপ্টেম্বরের নির্বাচনে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা বড় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল। সরকারের নির্বাচন পেছানোর সিদ্ধান্ত – তাদের জন্য একটি বড় ধাক্কা।
বিরোধীদলীয় রাজনীতিবিদদের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনী আইনে নির্বাচন কেবল ১৪ দিনের জন্য পেছানো যায়। নির্বাচন দীর্ঘদিনের জন্য স্থগিত করা হলে হংকংয়ে সাংবিধানিক সংকট দেখা দেবে।
তাছাড়া, হংকং সরকার বৃহস্পতিবারেই (৩০ জুলাই) নতুন নিরাপত্তা আইনের বিরোধিতাসহ আরও কয়েকটি কারণে ১২ গণতন্ত্রপন্থির নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরই সরকার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানাল। নির্বাচন কবে হবে সে ব্যাপারেও কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি।
অপরদিকে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, নির্বাচন নিরাপদে অনুষ্ঠানের জন্য ভোটকেন্দ্রে কম সময় অবস্থান করার মতো বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু, নির্বাচন পুরো এক বছরের জন্য পিছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এ ব্যাপারে প্রধান নির্বাহী ক্যারি লাম বলছেন, করোনা সংক্রমণ হংকংকে গ্রাস করে ফেলছে। সংক্রমণ আরও বাড়তে থাকলে নগরীর হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে। তাছাড়া তার আরও যুক্তি, সেপ্টেম্বরে নির্বাচন হলে বিশেষত বয়স্ক ভোটাররা বেশি ঝুঁকিতে পড়বেন। চীনা মূল ভূখন্ড এবং বিদেশেও হংকংয়ের অনেক নিবন্ধিত ভোটার আছেন। মহামারির কারণে সীমান্তে কোয়ারেনটাইনে থাকায় তারা ভোট দিতে পারবেন না।
পাশাপাশি, নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে গত সাত মাসের মধ্যে তার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলেও ক্যারি লাম উল্লেখ করেন।
প্রসঙ্গত, হংকংয়ে টানা ১০ দিন দৈনিক নতুন করে ১শ’রও বেশি করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন হাজার দুইশ’র বেশি এবং ২৭ জনের মৃত্যু হয়েছে।