করোনামুক্ত হয়েই নদীভাঙন এলাকা পরিদর্শনে মাশরাফি
৩০ জুলাই ২০২০ ২১:০০ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ২১:০১
নড়াইল: জেলার মল্লিকপুর ইউনিয়নের নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নদী ভাঙনের খবর পেয়েই ঘটনাস্থলে সশরীরে উপস্থিত হন তিনি।
লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া ও করফা-আতশপাড়া এলাকার ভাঙনকবলিত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মাশরাফি। ভাঙনরোধে দ্রুতগতিতে আপৎকালীন ও স্থায়ী কাজ শুরু করার কথা জানান তিনি।
করোনা জয় করলেন মাশরাফি
মাশরাফি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে লোহাগড়ার আমডাঙ্গা, মাকড়াইলসহ উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকায় সশরীরে উপস্থিত হয়ে দ্রুত গতিতে প্রয়োজনীয় দাফতরিক কাজ শুরুর নির্দেশনা দেন। এসময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন সরেজমিনে ভাঙন রোধে কাজ শুরু করার কথা জানান।
এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল,জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন মুন্নাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।