Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবী থানায় বিস্ফোরণ: ৩ আসামি ১৪ দিনের রিমান্ডে


৩০ জুলাই ২০২০ ২০:১৯

ঢাকা: রাজধানীর পল্লবী থানার ভেতরে ‘সন্ত্রাসীদের’ কাছে থাকা ওয়েট মেশিন বিস্ফোরণের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তিনজনের ১৪ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহত হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই ফারুক হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় দশ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর প্রত্যেকের সাতদিন করে দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, তিনজন আসামিই স্থানীয় সন্ত্রাসী। তারা শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজের অনুসারী। ঈদের আগে প্রতিপক্ষ কোনো একটি সন্ত্রাসী গ্রুপকে ঘায়েল করতেই তারা অস্ত্র ও বিস্ফোরক সঙ্গে রেখেছিল।

৩ আসামি পল্লবী থানায় বিস্ফোরণ রিমান্ড

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর