Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির ৫৯ সদস্য গ্রেফতার


৩০ জুলাই ২০২০ ১৭:৩৫ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ২০:৫৪

ঢাকা: রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে একটা সংবাদ সম্মেলনে গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, গত বুধবার (২৯ জুলাই) হতে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে গোয়েন্দা ওয়ারি বিভাগ ১৬ জন, সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, গোয়েন্দা মতিঝিল বিভাগ ৯ জন, গোয়েন্দা রমনা বিভাগ ৮ জন, গোয়েন্দা লালবাগ বিভাগ ৮ জন ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ ৮ জনসহ মোট ৫৯ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছ থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, ৪টি তরল মুভ স্প্রে বোতল, ৯টি মলমের কৌটা, ৭টি হারবাল পেইন কিলার, ৫টি চাকু, গুল, ৯টি চেতনানাশক হালুয়াসহ মরিচের গুঁড়া ও জামবাগ উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ বা লিকুইড কৌশলে চা, ডাব, পানীয় বা অন্যকোনো খাবারের সাথে মিশিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে খাওয়ায়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়াও তারা গুল, মরিচের গুড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। মানুষের সমাগম স্থানে এরা তৎপর থাকলেও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তারা তৎপর ছিল। গোয়েন্দা বিভাগ ২/৩ দিন ধরে এদের ধরতে কাজ করেছে। আমরা আশা করছি অজ্ঞান পার্টির এই সদস্যরা গ্রেফতার হওয়ায় পশুর হাটের কেনাবেচা নিরাপদ হবে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশ গ্রেফতার টপ নিউজ ডিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর