ঈদে ফাহাদের ওয়েব টেলিফিল্ম ‘রোড নম্বর ২৩’
৩০ জুলাই ২০২০ ১৭:২৫ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৭:২৮
ঢাকা: ঈদের রাতে ঠিক ১২:০১ মিনিটে অবমুক্ত হতে যাচ্ছে ভৌতিক ওয়েব ফিল্ম ‘রোড নং-২৩’। সত্য এক ভৌতিক ঘটনা অবলম্বনে হোয়াট দা ফিল্মসের সার্বিক সহযোগিতায় তৈরি হয়েছে এই ‘রোড নং-২৩’।
এ ওয়েব ফিল্ম দিয়ে প্রযোজনায় নাম লেখালেন সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানাজ রিয়া। নিজের ইউটিউব চ্যানেল ‘সুপার তানাজ ৭৭’- এ মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।
জানা গেছে, রেডিও আমার ৮৮.৪ এফএমের জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ‘ছায়া’র আরজে ফাহাদ (মাজেদীস শাহীদ ফাহাদ) এ শহরের কোনো এক পরিবারের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন ‘রোড নং-২৩’।
এ বিষয়ে তিনি বলেন, ‘প্রায় ৩ বছর ধরেই ছায়ার সাথে সরাসরি সম্পৃক্ত। সেই সুবাদে শো এর বিভিন্ন অতিথিদের মাধ্যমে এই দেশের নানা ভৌতিক ঘটনা শোনা। পাশাপাশি ছায়ার আরজে হওয়ায় বন্ধুমহলের আড্ডাতেও জমে উঠে প্রায়ই ভৌতিক ঘটনা। সেখান থেকেই স্টোরিলাইন টি পাওয়া। মূল ঘটনাটা অনেক বড় এবং ভয়ানক। আমরা শুরুর একটা অংশ উপস্থাপন করার চেষ্টা করলাম মাত্র।’
দর্শকপ্রিয়তা পেলে ‘রোড নং-২৩’এর পুরো ঘটনাটা পর্ব অনুযায়ী নির্মাণ করা হবে বলে জানান আরজে ফাহাদ।
এরইমধ্যে ‘রোড নং-২৩’ অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়েছে। এতে অভিনয় করেছে তানাজ রিয়া, আরিশা এবং সুপারক্যাট- ইলি।
সুপারক্যাট ইলির বিষয়ে ফাহাদ বলেন, ‘ইলি একটি বিড়াল। আমরা ভেবেছিলাম ইলিকে নিয়ে কাজ করলে হয়তো কষ্ট হবে। কিন্তু ইলি সত্যি চমৎকার অভিনয় করেছে।’
অভিনেত্রী তানাজ বলেন, ‘ঢাকার একটি পরিবারের ভৌতিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে এর বেশি কিছু এখন বলতে চাই না। বাকিটুকু দর্শকদের ওপর ছেড়ে দিলাম।’
উল্লেখ্য, ‘রোড নং-২৩’ এর নির্মাতা মাজেদীস শাহীদ ফাহাদ ২০০৪ সালে মোরশেদুল ইসলাম নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের জনপ্রিয় ছবি ‘দূরত্ব’ এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি বেশ কিছু নাটক ও টিভিসিতে কাজ করেছেন।