Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ


৩০ জুলাই ২০২০ ১৭:২৮

ঢাকা: বন্যাকবলিত এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। একইসঙ্গে বন্যাকবলিত এলাকায় স্বাভাবিক মৎস্য ও প্রাণিজ উৎপাদন অব্যাহত রাখতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণেরও তাগিদ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট অধিদফতরে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মাঠপর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে, বন্যা পরবর্তী মৎস্য খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের কারিগরী সহায়তা দিতে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি বন্যাপরবর্তী মৎস্য চাষে পোনার চাহিদা পূরণে সরকারি-বেসরকারি মৎস্য বীজ উৎপাদন খামারিদের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এজন্য মৎস্য চাষি, উদ্যোক্তা ও খামারিদের পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে মৎস্য অধিদফতর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতর কন্ট্রোল রুম জানিয়েছে, এখন পর্যন্ত ২৪৯টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে ৮১ হাজার ১৬৮টি গবাদিপশু ও ৪ লাখ ১৩ হাজার ৬৩৪টি হাঁস-মুরগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিতরণ করা হয়েছে ১ হাজার ৭১৩ মেট্রিক টন গো-খাদ্য।

এছাড়া বন্যকবলিত এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্তর্ভুক্ত পশুখাদ্য খাতে বাজেট বৃদ্ধির অনুরোধ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পত্র দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ বন্যাকবলিত মৎস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর