Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড অর্ধ লক্ষাধিক করোনা আক্রান্ত


৩০ জুলাই ২০২০ ১৬:১০

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতের সরকারি হিসাবে রেকর্ড নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১২৩ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জনে দাঁড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ১৭ জুলাই ১০ লাখ রোগীর মাইলফলক পার করেছিল ভারত। তারপর মাত্র ১৩ দিনের মধ্যেই সংখ্যাটি ১৬ লাখের কাছাকাছি পৌঁছে গেল।

এ ব্যাপারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দেশটিতে প্রথম এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল ১১০ দিনে। মার্চের শেষে ভারতজুড়ে দেয়া কঠোর লকডাউনের কারণেই দেশটিতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত জনসংখ্যা অনুপাতে রোগী মিলছিল সামান্যই। কিন্তু লকডাউন শিথিলের পর থেকে পরিস্থিতি একেবারেই পাল্টে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৭৭৫ জনের। এদের নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনে।

পাশাপাশি, ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন। সুস্থ হওয়ার হার ৬৪ দশমিক ৪৪ শতাংশ।

প্রসঙ্গত, চিনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন এক কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯১৮ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ৭০ হাজার ২৮৯ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরেছেন এক কোটি দুই লাখ ৯৫ হাজার ৮৯২ জন।

করোনা আক্রান্ত কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর