Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুরের যন্ত্রপাতি নির্মাণ দেখতে মস্কোর কারখানায় রাষ্ট্রদূত


৩০ জুলাই ২০২০ ১৫:৫৭ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৬:০২

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি নির্মাণের কাজ চলছে রাশিয়ার একাধিক কারখানায়। যার মধ্যে মস্কোর দুটি কারখানা সরেজমিন পরিদর্শন করেছেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।

সরকারের অগ্রাধিকার পাওয়া এই প্রকল্পটির কাজ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সারাবাংলাকে জানিয়েছেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত কামরুল আহসান বৃহস্পতিবার (৩০ জুলাই) ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে সারাবাংলাকে বলেন, ‘সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই প্রকল্পটির কাজ আন্তর্জাতিক মান বজায় রেখে যথাসময়ে সম্পন্ন করার ওপর বাংলাদেশের সমাধিক গুরুত্বারোপ করছি। যে কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্মাণাধীন বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ প্রক্রিয়ার অগ্রগতি দেখার জন্য গত ২৮ জুলাই পিজেএসসি জিও পোডোলস্ক এবং ২৯ জুলাই জেএসসি রাসু নামে বৃহত্তর মস্কোর দুইটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেছি।’

রাষ্ট্রদূত বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি স্বপ্নের প্রকল্প ছিল যা তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্যদিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ৩০টি দেশের এক বিশেষ সম্মানজনক তালিকায় স্থান করে নেবে।’

তিনি আরও জানান, ‘পিজেএসসি জিও পোডোলস্ক কারখানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তৈরি হচ্ছে। কারখানাটি থেকে ইতোমধ্যে প্রথম ইউনিটের ময়েশ্চার সেপারেটর রিহিটারের চারটি সেট, হাই প্রেসার হিটারের চারটি সেট এবং প্রথম ও দ্বিতীয় ইউনিটের বাবলার ট্যাঙ্ক রূপপুর প্রকল্প এলাকায় সরবরাহ করা হয়েছে। কারখানাটিতে এখন দ্বিতীয় ইউনিটের ময়েশ্চার সেপারেটর রিহিটার, হাই প্রেসার হিটার এবং ইমার্জেন্সি কোর কুলিং সিস্টেম হাইড্রো-একুমুলেটর নির্মাণের কাজ চলছে। যন্ত্রপাতিসমূহের নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্ন এবং প্রকল্প এলাকায় সরবরাহ করা হবে বলে কারখানাটির পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একটি সেপারেটর এবং দুটি রিহিটার নিয়ে ময়েশ্চার সেপারেটর রিহিটারের একটি সেট গঠিত। বাষ্পকে শুষ্ক করা এবং গতিশক্তি বৃদ্ধির জন্য পুনরায় উত্তপ্ত করার কাজে এটি ব্যবহৃত করা হয়।

তিনি আরও জানান, জেএসসি রাসু কারখানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১-এর আপার লেভেল কন্ট্রোল সিস্টেম-এর বিভিন্ন অংশের একত্রীকরণ এবং পরীক্ষার কাজ চলছে। আগামি সেপ্টেম্বর মাসের মধ্যে এর সকল কাজ সম্পন্ন হবে এবং কারিগরি মূল্যায়ন শেষে যন্ত্রপাতিসমূহ বাংলাদেশে প্রেরণ করা হবে।

খোঁজ টপ নিউজ পররাষ্ট্রমন্ত্র্রী বিদ্যুৎ কেন্দ্র রূপপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর