Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা লীগের সাবেক নেত্রীর মৃত্যু, উপমন্ত্রী নওফেলের শোক


৩০ জুলাই ২০২০ ১৩:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী নূর মেহের বেগম মারা গেছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী এবং নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ছেলে আবদুল লতিফ টিপু।

নগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু সারাবাংলাকে জানান, নুর মেহের বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

বাদ আসর জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে জানাজা শেষে তাকে নগরীর বাগমনিরামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন টিপু।

এদিকে নুর মেহের বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শোকবার্তায় তিনি বলেন, ‘প্রয়াত নুর মেহের বেগম জননেতা এম এ মান্নানের দীর্ঘ রাজনৈতিক জীবনের সবসময় পাশে থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছেন।‘

এছাড়া নুর মেহের বেগমের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

মহিলী লীগ মৃত্যু

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

দেশে প্রথম এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর