Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছায়ানটকে স্কুলবাস উপহার ভারতীয় মিশনের


২৯ জুলাই ২০২০ ২২:২৫ | আপডেট: ৩০ জুলাই ২০২০ ০২:৫৮

ঢাকা: শিক্ষার্থীদের প্রতিদিনের স্কুলে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ছায়ানট পরিচালিত নালন্দা উচ্চ বিদ্যালয়কে দুইটি স্কুলবাস উপহার দিয়েছে ঢাকার ভারতীয় মিশন। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বুধবার (২৯ জুলাই) এই উপহার ছায়ানটের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

ঢাকার ভারতীয় মিশন থেকে এক বার্তায় এ তথ্য জানান হয়। এতে বলা হয়, এসময় ভার্চুয়াল অনুষ্ঠানে ছায়ানটের নির্বাহী সভাপতি ড. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক মিস লাইসা আহমেদ লিসা এবং নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা বিশ্বাস অনলাইন অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, কঠোর পরিশ্রম ও আত্মনিয়োগের মধ্য দিয়ে ছায়ানট গত কয়েক দশক ধরে বাংলাদেশের বাঙালি ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীদের অনুশীলন, উন্নয়ন ও প্রশিক্ষণ দিয়ে ছায়ানট বাংলাদেশি সমাজ এবং এর মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে। ছায়ানটের সঙ্গে এই বন্ধুত্বকে আমরা সম্মান করি এবং তাদের সহযোগিতায় আসতে পেরে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করি।

নালন্দা উচ্চ বিদ্যালয় ও ছায়ানট এই উপহারের জন্য ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেছে, ভারতীয় হাইকমিশনের এই অবদান তাদের কার্যক্রম পরিচালনায় অনেকখানি সহায়ক হবে।

উপহার ছায়ানট নালন্দা স্কুল ভারতীয় হাইকমিশন রীভা গাঙ্গুলি দাশ স্কুলবাস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর