Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু


২৯ জুলাই ২০২০ ২২:১২

সাভার: সাভারের আশুলিয়ায় নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে বন্যার পানি বেড়ে যাওয়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

নৌকা ডুবিতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল এলাকার রাজমস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী মেয়ের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গৃহবধূ আছিয়া ও তার দুই মেয়ে একটি ছোট ডিঙি নৌকায় করে নিজ বাড়ি থেকে একই এলাকার আরেকটি বাড়িতে যাওয়ার সময় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত মা ও দুই মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান আছিয়া বেগম ও তার সাড়ে ৪ বছরের মেয়ে। বেঁচে যায় আছিয়া বেগমের সাড়ে ৫ বছর বয়সী মেয়েটি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুস আছিয়া বেগম ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুলিয়া মা মেয়ের মৃত্যু সাভার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর