Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত


২৯ জুলাই ২০২০ ২০:০৩

মোংলা: ‘মানুষের অত্যাচারে সুন্দরবন আজ বিপর্যস্ত। সুন্দরবনের গাছ কেটে বন উজার, পশু-পাখি হত্যা করা হচ্ছে নির্বিশেষে। এখানেই শেষ নয়, পাচারকারী দলের শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিনিয়ত বাঘ হত্যা করা হচ্ছে। সুন্দরবনের প্রাণ-পশু-নদীকে শিল্প দূষণ কবল থেকে রক্ষা করতে না পারলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষা করা যাবে না।’

বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে ‘সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ( বাপা) বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোঃ নূর আলম শেখ, বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, কবি জহির কামাল, তারুণ্য মোংলার মনির হোসেন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, শেখ রাফসান রানা।

বাঘ দিবস উপলক্ষে বুধবার বিকেলে বাপা এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ‘বাঘ দিবসে বাঘের গল্প’ শীর্ষক বিশেষ ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র নির্বাহী সহ-সভাপতি ডা. মোহাম্মদ আব্দুল মতিন।

সেমিনার সঞ্চলনা করেন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল এবং পশুর রিভার ওয়ারটাকিপার মো. নূর আলম শেখ। ভার্চুয়াল সেমিনারে প্যানেল আলোচক ছিলেন সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির, বাঘ বন্ধু মোঃ আলামীন মোছাল্লী, ভিলেজ টাইগার রেসপন্স টিমের নান্টু গাজী, ডলফিন কনজারভেশন টিমের টিম লিডার ইব্রাফিল বয়াতী, বাঘের আক্রমণের শিকার নুরুজ্জামান সানা, সুন্দরবন ট্যুর গাইড মোঃ নাজমুল হক, দুবলা চরের জেলে নজরুল ইসলাম, শুদ্ধপ্রাণ ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায়।

বিজ্ঞাপন

বাঘ দিবস মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর