Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মাসের মাথায় পাসপোর্টে নতুন ডিজি


২৯ জুলাই ২০২০ ১৯:৩৪

ঢাকা: ৯ মাস পেরিয়ে ১০ মাস হতে না হতেই বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদে বদল এসেছে। মেজর জেনারেল আইয়ুব চৌধুরীকে পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক আদেশে তাকে এই পদে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল আইয়ুব চৌধুরীকে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট বিভাগে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পাসপোর্টের ডিজি মেজর জেনারেল সাকিল আহমেদকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৩ অক্টোবর মেজর জেনারেল সাকিল আহমেদকে পাসপোর্ট অধিদফতরের ডিজি নিযুক্ত করা হয়। দায়িত্ব নেওয়ার ৯ মাস পেরিয়ে ১০ মাস পূর্ণ হওয়ার আগেই তাকে পাসপোর্ট অধিদফতর থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো।

নতুন ডিজি পাসপোর্ট অধিদফতর বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী মেজর জেনারেল সাকিল আহমেদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর