Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ ৫ প্রকল্পে ক্রয় কমিটির অনুমোদন


২৯ জুলাই ২০২০ ১৯:২০

ঢাকা: মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়নে ৪৬৬ কোটি টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একইসঙ্গে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের পল্লীয় বিদ্যুতায়ন সম্প্রসারণে সাবস্টেশন নির্মাণ প্রস্তাবসহ মোট পাঁচটি প্রস্তাবে এই কমিটি অনুমোদন দিয়েছে।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্ত হতে না পারলেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানে বৈঠকে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক সড়ক ও জনপথ অধিদফতরের অংশে কনসালট্যান্সি সার্ভিস ফর ডিটেইল ডিজাইন, ট্রেড এসিস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্রাশন সুপারভিশন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, মাতারবাড়ি পোর্ট উন্নয়ন প্রকল্প সড়ক পরিবহন মন্ত্রণালয়ের। কনসালট্যান্সি কাজ করার জন্য ৪৬৬ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৫৬৯ টাকা ব্যয় হবে। জয়েন্ট ভেঞ্চারে পাঁচটি কমিটি এখানে যুক্ত হয়েছে। জাপানের মূল কোম্পানি ওরিয়েন্টাল কনসালট্যান্ট গ্লোবাল কোম্পানির সঙ্গে নকশা উন্নয়নে কাজ করবে দেশীয় কোম্পানি ডিসিএলএসএ। সাব-কন্ট্রাক্টে এসেছে মিশসি ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পিডিও কোম্পানি লিমিটেড।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগের (১৯ লাখ ৫ হাজার গ্রাহক সংযোগের সংস্থানসহ প্রথম সংশোধন) শীর্ষক প্রকল্পের আওতায় সাবস্টেশন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পল্লী বিদ্যুতের গ্রাহক সেবা বাড়াতে সংশোধিত এ প্রকল্পে ব্যয় হবে ৫১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকা। এটি বাস্তবায়ন করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের দুই লটের (লট ৪ ও ৫) আওতায় কন্ডাকটর, এসিএসআর, বার, ইনসোলেট কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে দুই লটে মোট ব্যয় হবে ৮২ কোটি ৯৪ লাখ ৭২ হাজার টাকা। পার্টেক্স ক্যাবল লিমিটেড ও পলিক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড এই প্রকল্প বাস্তবায়ন করবে।

উন্নয়ন প্রকল্প পল্লী বিদ্যুতায়ন মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর