কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার পরিবারে ভিজিএফ’র চাল বিতরণ
২৯ জুলাই ২০২০ ১৮:৪২ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৯:২৩
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে বন্যা দুর্গত প্রায় ৭ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম আমিন, উপজেলা রিলিফ অফিসার মাহমুদুল হাসান রানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেফাকাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম আমিন জানান, ইউনিয়নে ৩৫ হাজার মানুষ বন্যা কবলিত। বন্যার শুরুর দিকে ৪ মেট্রিক টন চাল বরাদ্দ পাই। যা ৪ শতাধিক বানভাসি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার থেকে প্রায় ৭ হাজার পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। যা দিয়ে বন্যা কবলিত মানুষের ঈদে খাবারের ব্যবস্থা হবে।