Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন, ভোগান্তি


২৯ জুলাই ২০২০ ১৬:২১

মুন্সীগঞ্জ: পদ্মার প্রবল স্রোতের কারণে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল চরম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) শিমুলিয়ার তিন নম্বর রো রো ফেরিঘাটটি পদ্মার প্রবল স্রোতের কারণে নদীতে বিলীন হয়ে যাওয়ায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে রো রো ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বুধবার (২৯ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ৩ নম্বর ঘাটের ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ঘাট মেরামতের জন্য সাড়ে ৪ শ শ্রমিক কাজ করছে।

এ নৌরুটে ছোট ও কে টাইপসহ ৯টা ফেরি চলাচল করছে।

মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। যাত্রী দুর্ভোগ বেড়েছে।

ঘাট পারাপার যাত্রী শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর