Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০০ টাকায় গরুর ট্রেন যাত্রা!


২৯ জুলাই ২০২০ ১৩:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৬:২০

ছবি: সুমিত আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট

ঢাকা: অবশেষে ট্রেনে গরু পরিবহন শুরু হলো। জামালপুর থেকে ঢাকায় আনতে গরুপ্রতি পাঁচশ টাকা ভাড়া নিয়েছে রেলওয়ে। কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকায় এভাবে গরু পরিবহন হচ্ছে রেলের মালবাহী কোচে।

বুধবার (২৯ জুলাই) সকালে জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও এবং কমলাপুরে ট্রেন থেকে পশুগুলো নামানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে জামালপু‌রের ইসলামপুর স্টেশন থেকে ১৭টি ওয়াগনে ২৬১টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় দেশের প্রথম ক্যাটেল স্পেশাল ট্রেন। পথে ট্রেনটি ময়মনসিংহসহ বেশ কয়েকটি স্টেশনে থামিয়ে পশু তোলে।

ইসলামপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গরুপ্রতি পরিবহনে মাত্র পাঁচশ’ টাকা নেওয়া হয়েছে। এতে খামারিরা ট্রেনে পশু পরিবহনে উৎসাহ পাবেন।

রেলে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে বলে জানান তিনি।

৫০০ টাকা গরুর ট্রেন যাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর