Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট নদীতে বিলীন


২৮ জুলাই ২০২০ ২৩:২৫

মুন্সীগঞ্জ: প্রমত্তা পদ্মার প্রবল স্রোতের কারণে এমনিতেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যেই শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি প্রবল স্রোতের নদীতে বিলীন হয়ে গেছে।

এটিই ছিল শিমুলিয়ার প্রধান ঘাট। ফলে এখন বাকি দুইটি ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। তাতে করে ঘাট এলাকায় পারাপারের জন্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঘাটটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় ঈদযাত্রায় যাত্রীরা ভোগান্তিতে পড়বেন।

বিজ্ঞাপন

শিমুলিয়া বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক সাফায়েত হোসেন সারাবাংলাকে বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙন শুরু হয় ওই ঘাট এলাকায়। কিছুক্ষণের মধ্যেই ঘাটটি নদীতে বিলীন হয়ে গেছে। ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র একটি স্থাপনা ও একটি টিনের মসজিদও নদী গর্ভে চলে গেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মাওয়া ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এই ঘাট দিয়ে রো রো ফেরি যাতায়াত করত। ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় ঘাট এলাকায় ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ঈদ সামনে রেখে ঘরে ফেরা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

৩ নম্বর ফেরি ঘাট নদীতে বিলীন শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর