Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে বসে আপিলের অনুমতি, দুই ভাইয়ের আবেদনের শুনানি ৯ আগস্ট


২৮ জুলাই ২০২০ ২৩:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ১২:৫৭

ঢাকা: থাইল্যান্ড থেকে জামিন আবেদন করায় সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে ১০ হাজার পিস পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) জরিমানা করে হাইকোর্টের আদেশের বিরদ্ধে আপিল করতে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ আগস্ট দিন ঠিক করে দিয়েছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এ দিন ঠিক করে দেন।

বিজ্ঞাপন

বিদেশে বসে হাইকোর্টে আগাম জামিনের আবেদন রন ও দিপু সিকদারের

হাইকোর্টের দেওয়া আদেশ ও পর্যবেক্ষণের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন (সিএমপি) করার অনুমতি চেয়ে দুই ভাইয়ের পক্ষে গতকাল সোমবার আবেদন করা হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

বিদেশে বসে বেআইনিভাবে জামিন আবেদন করে আদালতের সময় নষ্ট করায় গত ২১ জুলাই বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করে আদেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে এবার তারা অনুমতি চেয়ে আবেদন করেন। যা আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে হত্যাচেষ্টার মামলায় সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার ২৫ মে তারা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দেশ ত্যাগ করেন।

দুই ভাই বিদেশ রন