করোনাভাইরাস: ‘প্রাথমিক তথ্য গোপন করেছিল চীন’
২৮ জুলাই ২০২০ ১৮:৫৮ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ২১:০৬
চীনের কর্মকর্তারা প্রথম দিকের কোভিড-১৯ প্রাদুর্ভাবের তথ্য গোপন করেছিল বলে নিজস্ব অনুমানের কথা প্রকাশ করেছেন শুরুর দিকে করোনাভাইরাস আক্রান্তদের পরীক্ষায় জড়িত চিকিৎসক অধ্যাপক কোক ইয়াং ইয়ুয়েন। খবর বিবিসি।
হংকংয়ের এ অণুজীববিজ্ঞানী, ফিজিশিয়ান ও সার্জন উহানে অনুসন্ধান কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, তথ্যপ্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছিল। তাছাড়া ক্লিনিকাল ফাইন্ডিংসের প্রতিক্রিয়া ছিল ধীর।
তিনি বলেন, হুনান সুপারমার্কেটে গিয়ে সেখানে দেখার মতো কিছু পাওয়া যায়নি। ততক্ষণে বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। আলামত নষ্ট করে ফেলা হয়েছে, তাও বলা যায়। যে কারণে ভাইরাস কোন উৎস থেকে মানবদেহে এসেছে তা খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের প্রাথমিক প্রতিক্রিয়া এবং ডিসেম্বরের শেষদিকে চীনের এক চিকিৎসক নতুন ভাইরাসের ব্যাপারে সহকর্মীদের সতর্ক করায় স্থানীয় কর্তৃপক্ষের হাতে শাস্তি পাওয়ার ঘটনা নিয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশ বেইজিংয়ের সমালোচনা করে আসছে।
পাশাপাশি, নভেল করোনাভাইরাসের উৎস ও বিস্তার নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কথার লড়াইও।
চীন অবশ্য শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাস ও এর প্রাদুর্ভাবের তীব্রতা নিয়ে ‘তথ্য গোপনের’ অভিযোগ অস্বীকার করে আসছে।