Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা: চট্টগ্রামে বিনোদনকেন্দ্রে জমায়েতে নিষেধাজ্ঞা


২৮ জুলাই ২০২০ ১৮:১০ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৮:১১

চট্টগ্রাম ব্যুরো: ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার মোকাবেলায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএমপি।

মঙ্গলবার (২৮ জুলাই) সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে যে কোন ধরনের বড় জনসমাগম করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়াবে এবং পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করবে। করোনার সংক্রমণ রোধে সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা আছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় ঈদুল আজহার দিন এবং এর আগে-পরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’সলেক, নেভাল সৈকতসহ নগরীর সব বিনোদন কেন্দ্রে জমায়েত নিষিদ্ধ করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

করোনা প্রতিরোধে গত ১৮ মার্চ সিএমপি থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত মে মাসে ঈদুল ফিতরের সময় নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে একইভাবে সিএমপি বিনোদনকেন্দ্রে জনসমাগমকে নিরুৎসাহিত করেছিল। জনসমাগম হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল সেসময়।

ঈদুল আযহা চট্টগ্রামে বিনোদনকেন্দ্রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর