Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরের মঠবাড়িয়ায় রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ


২৮ জুলাই ২০২০ ১৭:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৮:৩৯

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌর শহরের কে এম লতীফ সুপার মার্কেটে অস্থায়ী কার্যালয়ে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির দু’বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়।

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন খান বাবুকে সভাপতি এবং দৈনিক যায় যায় দিন পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি মোস্তফা কামাল বুলেটকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, মুক্তিযোদ্ধা ও মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনছার উদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সহসভাপতি আজমল হক হেলাল, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজুসহ অন্যরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি আব্দুর রহমান নোমান (দৈনিক আজকাল), সাংগঠনিক এজাজ উদ্দিন চৌধুরী (দৈনিক আমাদের কণ্ঠ), দফতর সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলাদেশ বাণী), কার্যনির্বাহী সদস্য জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ), মো. সবুজ ( দৈনিক দক্ষিণ অঞ্চল)।

পিরোজপুর মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর