শিগগিরই শিক্ষার্থীদের জন্য ইন্টারনেটে সুখবর: শিক্ষামন্ত্রী
২৮ জুলাই ২০২০ ০৪:৪৮ | আপডেট: ২৮ জুলাই ২০২০ ০৫:৩০
চাঁদপুর: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে না হলেও স্বল্প মূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করা হচ্ছে এবং খুব শিগগিরই তারা এই সুবিধা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে করার চেষ্টা চলছে। বিনামূল্যে না হলেও তারা স্বল্পমূল্যে ইন্টারনেট পাবে। খুব শিগগিরই শিক্ষার্থীরা এ সংক্রান্ত সুখবর পাবে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যেন কোনো সমস্যা না হয়, সেদিক লক্ষ রেখেই সরকার চিস্তাভাবনা করছে। আমরা মনে করছি, যথাযথ সময়ের মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারব। অনলাইনে পরীক্ষা দেওয়ারও নানারকম ব্যবস্থা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমেল বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। এছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদ, শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ চিকিৎসক ও রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইন্টারনেট শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট