Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পশুর হাটের কাছাকাছি ব্যাংকে লেনদেন রাত ৮টা পর্যন্ত


২৮ জুলাই ২০২০ ০১:০০

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পশুর হা‌ট সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যাংকের শাখা বিশেষ ব্যবস্থায় বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেইসঙ্গে ঈদের আগের দিন শুক্রবারও (৩১ জুলাই) ওইসব শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জা‌রি করে বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কা‌ছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর ব্যবসায়ীর সমাগম ঘটে। এ সময় পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়ে থাকে। সেজন্য হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

এতে আরও বলা হয়েছে, কোরবানির পশুর হাটগুলোর কাছেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কোরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা নিতে পারেন। পাশাপাশি পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বথু খোলা হলে পশু ব্যবসায়ীরা বুথে অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের কাছাকাছি শাখা নির্বাচন করে উক্ত শাখায় বিশেষ ব্যবস্থায় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত সময়ের ব্যাংকিং (বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত) কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে। এছাড়া ঈদের জন্য ঘোষিত ছুটির প্রথম দিন অর্থাৎ ৩১ জুলাই ওই শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়ছে।

পশুর হাট ব্যাংকের শাখা রাত ৮টা লেনদেন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর