দেশে ফিরল ফিলিপাইনে আটকে পড়া ১০ বাংলাদেশি
২৭ জুলাই ২০২০ ১৬:৪৩ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৬:৫৫
ঢাকা: ফিলিপাইনে বেড়াতে গিয়ে করোনাভাইরাসের কারণে আটকে পড়া দশ বাংলাদেশি দেশে ফিরেছে। এদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে ফিলিপাইন এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এই ১০ জনকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস বিশেষ বিমানের ব্যবস্থা করে। এর আগে জুন মাসে আটকে পড়া ২৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।