Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন


২৭ জুলাই ২০২০ ১৬:৫১ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৬:৫৪

ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০ টায় তিনি জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ও নৌবাহিনী প্রধানের সহধর্মিণী বেগম মনিরা রওশন ইকবাল বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এম মুসাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বানৌজা তিতুমীরে আয়োজিত স্ট্যাটিক প্যারেডে নৌবাহিনী প্রধান গার্ড পরিদর্শন করেন। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল বিএনএফডব্লিউএ খুলনা কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন ও বিএনএফডব্লিউ এর কাউন্সিলিং অফিস ও বিপনী বিতান ‘নোঙ্গর’ পরিদর্শন করেন।

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল