Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, নতুন শনাক্ত ২৭৭২


২৭ জুলাই ২০২০ ১৪:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৭:২৫

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২ হাজার ৭৭২ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে।

৩৭ জনের মৃত্যুতে এ পর্যন্ত দেশে ২ হাজার ৯৬৫ জনের মৃত্যু হলো। নতুন ২৭৭২ জন শনাক্তসহ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।

সোমবার (২৭ জুলাই) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৭৭২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ মিলেছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ।

সার্বিকভাবে রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

ডা. নাসিমা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১ হাজার ৮০১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ, নারী ১১ জন। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১২ জন, সত্তরোর্ধ্ব আটজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের তিনজন, খুলনা বিভাগের দুইজন, বরিশাল বিভাগের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

গতকালের তথ্য: ২৬ জুলাই নভেল করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া নতুন করে ২ হাজার ২৭৫ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৪৩ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৭ লাখের মতো রোগী।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে। দফায় দফায় সেই ছুটি ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে।

করোনা নভেল করোনাভাইরাস নাসিমা সুলতানা ব্রিফিং স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর