Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা স্বেচ্ছাসেবক লীগের


২৭ জুলাই ২০২০ ১১:৪৫

ঢাকা: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) সকালে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ও মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

করোনাভাইরাস পরিস্থিতি ও চলমান বন্যা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনের নেতারা। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত না থাকলেও সাংগঠনিক অভিভাবক হিসেবে ডিজিটাল মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সোমবার প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে যুক্ত হয়ে সংগঠনের নেতাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ আফজালুর রহমান সারাবাংলাকে বলেন, ‘করোনা পরিস্থিতি ও বন্যা পরিস্থিতির কারণে আমরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চাই না। সাধারণ মানুষ এখন করোনা ও বন্যার কারণে অনেক কষ্টে আছে। তাই প্রতিষ্ঠাবাষির্কীতে নেতাকর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকারে তারা যেন আরও বেশি করে ত্রাণ কাজে সম্পৃক্ত হয় এবং মানুষের পাশে দাঁড়ায়।’

এদিকে সহযোগী সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠাবার্ষিকতে ভিডিওকলে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিকেল তিনটায় শুরু হলে আওয়ামী লীগ সভাপতির চারটার দিকে ভিডিও কনফারেন্সে বা ভিডি কলে সংযুক্ত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাবেন বলেও জানা গেছে। এ ছাড়া সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিকেল তিনটায় শুরু হবে। মাননীয় নেত্রী বিকেল চারটার দিকে সংযুক্ত হওয়ার কথা রয়েছে।

২৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৭ বছরে পা দেবে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতাকর্মী অংশরা উপস্থিত থাকবেন।

১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এদিকে সম্মেলনের দীর্ঘ আট মাস পর ঘোষণা হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি। দলীয় সূত্রে জানা যায়, ক্যাসিনো, দুর্নীতি, চাঁদাবাজ ও বিতর্কিত কর্মকান্ডে অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে গত বছরের ১৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনের মধ্য দিয়ে বিতর্কমুক্ত নতুন সভাপতি-সম্পাদক নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান।

সম্মেলন পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন-পুরনোদের সমন্বয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ইতোমধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে মৌখিক অনুমোদনের জন্য। আওয়ামী লীগ সভাপতির মৌখিক অনুমতি দিলে দিলে পূর্ণাঙ্গ কমিটি যে কোনো সময় ঘোষণা দিতে পারেন সংগঠনের নেতারা।

আওয়ামী লীগ টপ নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর