Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বখ্যাত আইসিইউ বিশেষজ্ঞ নজীব মোহাম্মদ এখন গণস্বাস্থ্যে


২৭ জুলাই ২০২০ ১১:১১

ঢাকা: বিশ্বখ্যাত আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসিইউ প্রধান। তার সেবা শুশ্রুষায় করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সেরে উঠেছেন। রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ সব তথ্য জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।

বিবৃতিতে বলা হয়, আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক নজীব মোহাম্মদ ২০০১ সালে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন ইনটেনসিভ কেয়ার মেডিসিনে (ইডিআইসি) ডিপ্লোমা অর্জন করেন এবং কানাডা, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বড় বড় হাসপাতালে আইসিইউতে কাজ করে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরবর্তীকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, লিভার আইটিইউ, মাল্টি ডিসিপ্লিনারি আইসিইউতে কাজ করেন এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে প্রশিক্ষণ নিয়ে বিশেষ কর্মদক্ষতা অর্জন করে দেশে ফেরেন।

বিজ্ঞাপন

গণস্বাস্থ্য কেন্দ্রের বিবৃতিতে আরও বলা হয়, আইসিইউ-তে রোগী থাকলে অধ্যাপক ডা. নজীব মোহাম্মদ দৈনিক ১৬-১৮ ঘণ্টা হাসপাতালে কাটান। আইসিইউ বিশেষজ্ঞগণ, জুনিয়র চিকিৎসক বা নার্সদের ফোন পাওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি হাসপাতালে পৌছান। প্রয়োজন মুহূর্তে কোনো সংকোচ না করে তাকে দ্রুত ডাকার জন্য হাসিমুখে জুনিয়র সহকর্মীদের ধন্যবাদ জানান, তাদের এবং ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগী দেখেন। পরে আলাদাভাবে প্যারামেডিক, ওয়ার্ড বয়, ক্লিনারদের সঙ্গে কথা বলেন, কাজ বুঝিয়ে দেন। পাশাপাশি রোগীর আত্মীয় স্বজনকে সযত্নে রোগীর সমস্যা বুঝিয়ে বলেন।

বিজ্ঞাপন

আইসিইউ গণস্বাস্থ্য কেন্দ্র নজিব মোহাম্মদ